অপু বিশ্বাসের মন্তব্যের পর বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের মধ্যে যে দাকুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ।এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনাসমালোচনা। সমপ্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। উনাকে আমি ঘৃণা করি। ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। খবর বাংলানিউজের।

বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। গতকাল বিকালে নিজের ফেইসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে বুবলী লেখেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? এই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কী মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘কবি ও কাব্যকথার সমন্বয়’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.১২ কোটি টাকা