একটি জয় যেমন একটি দলকে উজ্জীবিত করে তোলে তেমনি একটি পরাজয় বিশ্বকাপে যেকোন দলকেই হতাশ করে তুলবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোন দল টানা তিন ম্যাচে পরাজিত হয় তবে তাদের পরিস্থিতি কোথায় দাঁড়ায় সেটাও সহজে অনুমান করা যায়। এরকমই ঘটনা ঘটেছে বাবর আজমের নেতৃত্বাধীণ বর্তমান পাকিস্তান দলের। বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ে ধাক্কা না সামলাতেই ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়নরা আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের লজ্জা পেয়েছে। চেন্নাইয়ে গত সোমবার আফগানিস্তান যেভাবে আত্মবিশ্বাসের সাথে খেলে ২৮৩ রানের জয়ের লক্ষ্য সহজেই টপকে গেছে তাতে পাকিস্তানকে নিয়ে যে কেউই হতাশা প্রকাশ করবে। আর লজ্জাজনক এই পরাজয়ে বাবর আজমের দল এখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। পাকিস্তানের সাবকে খেলোয়াড়রা তাই বাবর আজম বাহিনীর বাজে পারফরমেন্সে সমালোচনায় সোচ্চার হয়েছেন। ওয়াসিম আকরাম, মিসবাহ–উল–হক, রমিজ রাজা, রশিত লতিফ, মোহাম্মহদ হাফিজ, আকিব জাভেদ, শোয়েব মালিক, মইন খান কিংবা শোয়েব আখতারের মত সাবেক সকল তারকাই এই তিন পরাজয়ে অধিনায়ক বাবর আজমকেই দায়ী করেছেন।