নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। এই পেস বোলিং অলরাউন্ডার কবে ফিরবেন মাঠে তা এখনও অনিশ্চিত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে আজ বৃহস্পতিবার ফিটনেস পরীক্ষা হবে পান্ডিয়ার। এরপর জানা যাবে তার মাঠে ফেরার সম্ভাব্য সময়। পুনেতে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে আঘাত পান পান্ডিয়া। প্রাথমিক শুশ্রুষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে। ওই ইনজুরির কারণে পুনে থেকে দলের সঙ্গে ধারামশালায় যাননি পান্ডিয়া। বরং ব্যাঙ্গালোরে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। তখন বিসিসিআই জানায়, ইংল্যান্ড ম্যাচের আগে সরাসরি লক্ষ্ণৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।ইনজুরির অবস্থার তেমন উন্নতি না হওয়ায় লক্ষ্ণৌতে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েও ফেরা হচ্ছে না তার। তাই এখন আগামী ২ নভেম্বর শ্রীলংকা ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে পান্ডিয়াকে।