বান্দরবানের থানচিতে ইঞ্জিন নৌকা ডুবে নিখোঁজ ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছে।
আজ বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ছয়টার সময় জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা স্রোতে পানিতে ডুবে যায়।
এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জন যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজরা হলেন- রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া বাসিন্দা লংবে খুমী (৪৫), চয়অং খুমী পাড়া বাসিন্দা ছাই খুমি (৩০) এবং অংলে খুমি পাড়া বাসিন্দার নারী লংরে খুমি (২১)।
খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পরও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈ থুই বলেন, ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নারী-পুরুষ ইঞ্জিন নৌকা নিয়ে সকালে রেমাক্রী বাজারে এসেছিলেন। গ্রামে ফেরার পথে সাঙ্গু নদীর পানির স্রোতে ইঞ্জিন নৌকাটি পাথরের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ৩ জন নিখোঁজ হন।
তাদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। অপর ৬ জন সাঁতরে তীরে উঠেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর জানান, নৌকা ডুবি ৩ জন নিখোঁজের খবর পেয়েছি। আশপাশে খোঁজাখুজির পরও কাউকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার প্রক্রিয়া ফের শুরু করবেন।