৪৪২ বোতল ফেন্সিডিল রাখার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাবস্থ করে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মোঃ সরওয়ার আলমের আদালত।
আসামির নাম নজরুল ইসলাম। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার মৃত গফুর মুন্সীর ছেলে। আজ বুধবার এ রায় ঘোষণা করা হয়।
উক্ত মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। শুরু থেকেই উক্ত আসামি হাজতে ছিল এবং রায় প্রচারকালে আসামি আদালতের ডাকে উপস্থিত হন। রায় প্রচার শেষে আসামীকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও অতিরিক্ত পিপি এড. ভুপাল চন্দ্র চৌধুরী। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন এড. রহিমা আক্তার।