মনিরুজ্জামান ইসলামাবাদীর সংগ্রামী জীবন সকলের জন্য অনুসরণীয়

কদম মোবারক মুসলিম এতিমখানার সভায় বক্তারা

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৫০ পূর্বাহ্ণ

অবিভক্ত ভারতবর্ষের অসামপ্রদায়িক মননের মনীষী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষা সমপ্রসারণের অগ্রদূত, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল মঙ্গলবার কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় অতিথি আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক শহীদুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চবি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাবউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, কদম মোবারক শাহী জামে মসজিদের খতীব অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম, ইসলামাবাদীর দৌহিত্র এ এম এস. ইসলামাবাদী গাজী, কদম মোবারক এতিমখানা পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ, নেছার আহমেদ খান, কদম মোবারক এম.ওয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জহুর, সাংবাদিক আকাশ ইকবাল, হাফেজ মাওলানা ইকরাম হোসেন, আজাদ নিজামুল হক, কামাল উদ্দীন, মোস্তাক আহমদ, মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, সোহেল মোহাম্মদ ফকরুদ্দীন, বোরহান উদ্দীন গিফারী, মিনহাজুর রহমান শিহাব প্রমুখ।

সভায় প্রফেসর ড. অনুপম সেন বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন মানবতাবাদে উজ্জীবিত, অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ এক পুরোধা ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক ও সংগঠক, উদার চিন্তার ইসলামী চিন্তাবিদ ও মুক্তবুদ্ধি চর্চার মনীষী। সামপ্রদায়িক সমপ্রীতি ও আর্থসামাজিক উন্নয়নসহ স্বাধীনতা সংগ্রামের অতন্দ্র প্রহরী এবং বিপ্লবীও ছিলেন তিনি।

আ জ ম নাছির উদ্দিন বলেন, মাওলানা ইসলামাবাদী প্রখ্যাত আলেম হওয়া সত্ত্বেও ধর্মান্ধ ছিলেন না বরং যুক্তিবাদী, বিজ্ঞান মনষ্ক ও সমাজনিবিষ্ট জনসেবক ছিলেন। চলমান অসংযত ধর্মীয় উন্মাদনার নগ্নতাণ্ডব প্রতিহত করতে নতুন প্রজন্মের ইসলামাবাদীর জীবনাদর্শ অনুসরণ অপরিহার্য।

উল্লেখ্য, অনুষ্ঠানে সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে কদম মোবারক মুসলিম এতিমখানার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন এতিমখানা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মাওলানা ইসলামাবাদীর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া কবরে পুষ্পমাল্য অর্পণ, জেয়ারত, দোয়া মাহফিল ও তবারুক বিতরণের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন উপজেলায় প্রস্তুতি
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে পূজারী-দর্শনার্থীর ঢল