হেমন্তেরই রাতে

সরোয়ার রানা | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩২ পূর্বাহ্ণ

স্নিগ্ধ কোমল হাওয়ার দোলায়

শিশির ফোঁটা ঝরে

নীল আকাশে নীড়ের পাখি

যায় সে উড়ে ঘরে।

নীল আকাশে আলোর ঝিলিক

মন থাকে না ঘরে

মেঘের ভেলা করে খেলা

শুধুই নড়েচড়ে।

সাঝের বেলা রংয়ের খেলা

সারা আকাশ জুড়ে

মিটিমিটি হাসছে তারা

ঐ যে অনেক দূরে।

বিলে ঝিলে পাখপাখালি

আনন্দেতে মাতে

জ্যোৎস্না মাখে গাছগাছালি

হেমন্তেরই রাতে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪০
পরবর্তী নিবন্ধছুটির মজা