চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিটি কর্পোরেশন একাদশ ২–১ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে পরাজিত করে। এ জয়ে সিটি কর্পোরেশন ৮ খেলা শেষে ১৩ পয়েন্ট পেয়েছে। এতে করে তারা লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সাথে তাদের আর একটি খেলা বাকি আছে। মোহামেডান ব্লুজ ৮ খেলা শেষে পেয়েছে ৮ পয়েন্ট। তারা এ নিয়ে দুটি খেলায় পরাজিত হলো। তাদেরও একটি খেলা বাকি আছে। সে খেলায় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বিপক্ষে মোকাবেলা করবে। গতকাল বৃষ্টি ভেজা মাঠে খেলার প্রথমার্ধে বিজয়ী সিটি কর্পোরেশন দল এক গোলে এগিয়ে ছিল। এ অর্ধের ৩৮ মিনিটে জাহাঙ্গীর প্রথম গোল করে সিটিকে এগিয়ে রাখেন (১–০)। দ্বিতীয়ার্ধে খেলায় সমতা আনে মোহামেডান ব্লুজ। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন দলের জুয়েল (১–১)। কিন্তু তিন মিনিট বাদে আবারো এগিয়ে যায় সিটি কর্পোরেশন। তারাও পেনাল্টি লাভ করে। সে থেকে গোল করেন দলের ফারুক। সিটি কর্পোরেশন ২–১ গোলে এগিয়ে যায়। গতকালের খেলায় সিটি কর্পোরেশন একাদশের গোলকিপার শাকিল হোসেন বেশ দৃঢ়তার পরিচয় দেন। তাকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। খেলা শেষে শাকিল হোসেনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এম গিয়াস উদ্দিন। প্রিমিয়ার লিগে আজ বিকাল ৩টায় গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।