‘দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হারলো পাকিস্তান। শ্রীলংকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করা পাকিস্তান করল হারের হ্যাটট্রিক। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে পাকিস্তান। আর এরজন্য পাকিস্তানি খেলোয়ারদের ফিটনেসকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। টুর্নামেন্টের শুরু থেকেই বাজে ফিল্ডিংয়ের মহড়া দিয়ে চলছে পাকিস্তানের খেলোয়াড়েরা। হয়েছেন হাসির খোরাকও। ওয়াসিম আকরাম তাই আর মেজাজ ধরে রাখতে পারেননি। বিশ্বকাপে পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’এ বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন আকরাম। সেখানেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই পেসার। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। ফিল্ডিং তো ফিটনেসের ওপর নির্ভর করে আর আমরা এখানেই পিছিয়ে। আমরা ৩ সপ্তাহ ধরে বলছি, এই খেলোয়াড়েরা গত দুই বছরের মধ্যে কোনো ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। এখন আমি নাম ধরে বললে তারা অখুশি হবে। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়। তাহলে কি ফিটনেস পরীক্ষাটা হওয়া উচিত না? গতকাল রহমানাউল্লাহ গুরবাজের ওয়াইড লং অনে তুলে খেলা বল ঠেকাতে পারেননি শাহিন আফ্রিদি। স্কুলপড়ুয়া বাচ্চাদের মতো ভুল করে ছেড়ে দেন! উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান তা দেখে বিস্ময়ে মুখ ঢেকে ফেলেন। এমনকি অধিনায়ক বাবর আজমও বাজে ফিল্ডিংয়ে আফগানদের কিছু রান ‘উপহার’ দিয়েছেন। এতে হার নিশ্চিত হয় পাকিস্তানের।

এই পেসার বলেন, ‘এখন আমরা সেই আগের জায়গাতেই ফিরে গেছি, যেখান থেকে যদি ও কিন্তুর প্রার্থনা করতে হবে।’ ৫ ম্যাচে মাত্র ২টিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। হাতে আছে আর ৪ ম্যাচ। এখান থেকে সেমিফাইনালে ওঠা বেশ কঠিনই হবে বাবর আজমদের জন্য। শুক্রবার চেন্নাইয়ে নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কাছে হেরে দুঃখ প্রকাশ বাবর আজমের
পরবর্তী নিবন্ধতিন সেঞ্চুরিতে ডি ককের রেকর্ড