পাকিস্তানের বিপক্ষে জয়ে গর্বিত নবী-জাদরানরা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপটা শুরু হয়েছিল আফগানিস্তানের হার দিয়ে। বাংলাদেশের কাছে হেরেছিল তারা প্রথম ম্যাচেই। পরের ম্যাচে ভারতের কাছে আবার হার। তবে তৃতীয় ম্যাচে এসে ইতিহাস গড়ল রশিদনবীরা। হারিয়ে দিল ইংল্যান্ডকে। পরের ম্যাচে আবার হার। এবার হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে বাজেভাবে। পরের ম্যাচে প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন সবাই ধরেই নিয়েছিল যে এই ম্যাচেও হারবে আফগানিস্তান। কিন্তু আবার ইতিহাস গড়ল আফগানরা। পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে আরো একবার অঘটন ঘটিয়ে দিল। এমন স্মরণীয় জয়ে নিজের জন্য ও দেশের জন্য দারুন গর্ববোধ করছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান। ম্যাচ শেষে ইব্রাহিম জাদরান বলেন এই ধরনের জয় আমার কাছে অবশ্যই অনেক বড় একটি বিষয়। আমি নিজের জন্য ও একইসাথে দেশের জন্য দারুন গর্বিত। আমি ইতিবাচক মনোভাব ও ইতিবাচক লক্ষ্য নিয়ে বাকি ম্যাচগুলোতে এগিয়ে যেতে চাই। জাদরান ও আরেক ওপেনার গুরবাজ মিলে প্রথম উইকেটে ১৩০ রানের ম্যাচ জয়ী জুটি উপহার দিয়েছে। আট ওয়ানডেতে এই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। জাদরান বলেন আমি এবং গুরবাজ মিলে বেশ কিছু ভাল পার্টনারশীপ দলকে উপহার দিয়েছি। ১৬ বছর বয়স থেকে আমরা দুজন একসাথে খেলছি। যে কারনে আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। অপর প্রান্ত থেকে তার সহযোগিতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারনেই দলকে ভাল কিছু দিতে পারি। জাদরান বলেন এই জয় আমাদের আত্নবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা এখন আরো জয়ের আশা করছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই জয়কে ক্রিকেট দলের পাশাপাশি পুরো দেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন মোহাম্মদ নবি। তিনি বলেন পুরো দলের জন্য এটি বড় মুহূত। পুরো আফগানিস্তানের জন্যও। গত ১০১২ বছর ধরে আমরা অপেক্ষা করছি। পাকিস্তানের বিপক্ষে আমরা ৮টির মতো ম্যাচ খেলেছি এবং অবশেষে একটি জিতলাম বড় মঞ্চে। ক্রিকেটারদের জন্য এটি অনেক বড় অর্জন।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল ক্রিকেটে আজকের ম্যাচ স্থগিত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাছে হেরে দুঃখ প্রকাশ বাবর আজমের