প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সন্দ্বীপে সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন। তবে সন্দ্বীপের ভিতরে এমুহূর্তে বাতাসের গতিবেগ কম থাকলেও সন্দ্বীপ উপকূলে তুলনামূলক বাতাসের গতিবেগ বেশি।
কুমিরা-গুপ্তছড়া নৌরুটে ভোরে সার্ভিস বোট চলাচল করলেও সকাল ১০ টার পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিআইডব্লিউটিসির জাহাজ এমভি তাজ উদ্দিন আহমেদ ও স্পিড বোট ৭ নম্বর সিগনালের কারণে বন্ধ রয়েছে।
এদিকে সন্দ্বীপে বেড়িঁবাধ এলাকায় সচেতনতায় মাইকিং করছে সিপিপি।