আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন এবং আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নিচ্ছে নানা প্রস্তুতি। গতকাল সোমবার পটিয়াস্থ সংসদ সদস্যের কার্যালয় হল রুমে এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে। পটিয়া থেকে শেখ হাসিনার জনসভায় জনস্রোত নিয়ে উপস্থিত হতে হবে।
আগামী ২৫ অক্টোবর সকাল ১০ টায় পটিয়ার আমজুর হাট হল ওকে সেন্টারে সম্মিলিত একটি প্রস্তুতি সভা করা হবে। পটিয়ার ১৭ ইউনিয়নের ২০৪ জন ইউপি সদস্য, পটিয়া পৌরসভার মেয়র ও ১২ জন কাউন্সিলর, দলের ১৬ জন ইউপি চেয়ারম্যান, ৩০৬ জন ওয়ার্ড সভাপতি ও সম্পাদক, ৪০ জন পৌর আ’লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদক ইউনিয়ন আ’লীগের ৩৪ জন সভাপতি ও সম্পাদক এবং অঙ্গ সংগঠনসমুহের সভাপতি ও সম্পাদকসহ প্রায় ৬ শতাধিক নেতৃবৃন্দকে নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার জনসভা শতভাগ সফল করতে প্রস্তুতি সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, আবু সালেহ চৌধুরী, মিজানুর রহমান।











