গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৭ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতিতে সীমান্ত গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের উপরে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ৭ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছার আগেই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস থেকে অক্ষত অবস্থায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছতে অন্য বাসে তুলে দেয়া হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।