কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম রাত পৌনে ১১টায় বলেন, এইমাত্র কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্যান্য ট্রেনও এখন চলাচল করবে। উদ্ধারকারী ট্রেন গিয়ে সেখানে উদ্ধার কার্যক্রম চালাতে শুরু করেছে। যাত্রীবাহী ট্রেনের উল্টে যাওয়া বগি সরাতে কাজ করছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। উদ্ধারকারী ট্রেন আসার পর কন্টেনার ট্রেনটি চট্টগ্রামের দিকে ছেড়ে যায়। খবর বিডিনিউজের।
ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল বন্ধ ছিল : বিকালে সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ ছিল। রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বিকালে বলেছিলেন, ঘটনার পর আখাউড়া জংশন থেকে টঙ্গী জংশন পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই দিকে সুবর্ণ এঙপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, কালনী এঙপ্রেস, চট্টলা এঙগ্রেস, সোনারবাংলা ট্রেন আটকে পড়েছে।