ফটিকছড়িতে রাস্তার মাটি কেটে ক্ষতিসাধন ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনার অপরাধে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৩ অক্টোবর) হারুয়ালছড়ির এফবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম।
সূত্র জানায়, হারুয়ালছড়ি ইউনিয়নের নাজিরহাট-কাজিরহাট সড়কের পাশে এফবি নামক ইটভাটা লাইসেন্সবিহীন পরিচালিত হচ্ছিল। সম্প্রতি এই ইটভাটার মাটি কাটার সময় নাজিরহাট-কাজিরহাট সড়কের ব্যাপক ক্ষতিসাধিত হয়।
এই সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের খবর পেয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) এবং উপজেলা প্রসাশনের একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এফবি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”