কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর এই দুর্ঘটনার তদন্তে গঠন করা হয়েছে দু’টি কমিটি।
দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পরও ভৈরব স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা ও আশপাশের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “মালবাহী ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দু’টি তদন্ত কমিটি করা হয়েছে।”
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনায় আহত এ পর্যন্ত ৭০ জনকে হাসপাতালে আনা হয়েছে। ২১ জনকে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন ক্লিনিকে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের ধাক্কায় এগার সিন্ধুর এক্সপ্রেসের দু’টি বগি উল্টে অন্তত ১৭ জন নিহত হন।
বিকাল পৌনে ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন।
আরও পড়ুন
কনটেইনারবাহী ট্রেনের চালক-সহকারী দায়ী?
ভৈরবে ট্রেনের পিছনে ট্রেনের ধাক্কায় নিহত ১৭
তিনি বলেন, “মালবাহী ট্রেনটি এগার সিন্ধুর ট্রেনের পেছনের দু’টি বগিতে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জানিয়ে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, এ ঘটনায় রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন ও পাঁচ কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।