ভৈরবে ট্রেনের পিছনে ট্রেনের ধাক্কায় নিহত ১৭

আজাদী অনলাইন | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৫:৪২ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর এগার সিন্দুর এক্সপ্রেসের কয়েকটি বগি উল্টে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন।

তিনি বলেন, “মালবাহী ট্রেনটি এগার সিন্দুর ট্রেনের পেছনের দু’টি বগিতে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ঘটনাস্থলে থাকা ভৈরব রেলওয়ে থানার এসআই মির্জা মো. মুক্তা বলেন, “এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আরও অনেকে হতাহত আছেন।”

স্থানীয় এক সাংবাদিক খায়রুল ইসলাম সবুজ বলেছেন, “পড়ে থাকা বগি কেটে উদ্ধার কাজ চালানোর সময় ডজনখানেক লাশ তিনি বের করতে দেখেছেন।”

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, “কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আর কনটেইনার ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তখন এগার সিন্দুর এক্সপ্রেস-এর পেছনের অংশে ধাক্কা দেয় কনটেইনার ট্রেনটি। সেখানে একটা সাইড কলিশন হয়েছে। যার ফলে হতাহত আছে। পুলিশ, ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। আমাদের উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে অবৈধ ব্রিক ফিল্ড, ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় বান্দরবানের ইউপি সদস্যের মৃত্যু