বর্তমানে নিরাপত্তার প্রধান হুমকি সড়ক দুর্ঘটনা

জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৪২ পূর্বাহ্ণ

বর্তমান সময়ের মর্মস্পর্শী সবচেয়ে বড় ঘটনা হলো সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রতিদিনই হারিয়ে যাচ্ছে অনেক মানুষ। মুহুর্তেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে স্বপ্ন। তাই বর্তমান সময়ে আমাদের জীবনের নিরাপত্তার প্রধান হুমকি হয়ে দাড়িয়েছে সড়ক দুর্ঘটনা। ঘর থেকে রাস্তায় বের হলেই প্রতিটি মানুষেরই মনে একটি আতঙ্কসড়ক দুর্ঘটনা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

গতকাল রোববার বায়েজিদ বোস্তামী রোড ইন্ডিপেন্ডেন্ট এপারেলস মিলনায়তনে নিসচা মহানগর কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহসভাপতি লায়ন মো. হাকিম আলী। বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক আরশাদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম।

প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কষ্টের কারণ। সড়ক দুর্ঘটনা আকস্মিক ছিনিয়ে নেয় একটি পরিবারের একমাত্র আশা, অন্নবস্ত্রের সংস্থানকারীকে, যা কখনো কাম্য নয়। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইনকানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। আইনকানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। সড়কপথে দুর্ঘটনা কমিয়ে আনতে সবাইকে সতর্ক হতে হবে। আর সবাই সতর্ক হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। সভাপতির বক্তব্যে চৌধুরী ফরিদ বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা শুধু অন্যের দোষগুলো তুলে ধরি। আসুন আমরা নিজেদের আগে সংশোধন করি এবং আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৮ নভেম্বরের সমাবেশ উপলক্ষে মতবিনিময়
পরবর্তী নিবন্ধনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর ২৮ অক্টোবরের জনসভা বিশেষ গুরুত্বপূর্ণ