এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে নগরীর একটি হোটেলে এসডিজি ফেস্টিবেল অব এ্যাকশন কর্মসূচিতে টেকসই নগর শীর্ষক সংলাপে সাবেক মেয়র ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামকে একটি বিশ্বমানের টেকসই নগরীতে রূপান্তর করতে হলে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। পরিবেশ–প্রতিবেশের ভারসাম্যতা বজায় রেখে বাসযোগ্য নগরী গড়তে সরকারকে আরো প্রাগ্রসর ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুমাত্রিক সক্ষমতা–ক্ষমতায়ন বৃদ্ধি, সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বয় সাধন ও দীঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। আইআইইউসি ইন্টারন্যাশনাল এফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের পরিচালক মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে মাহমুদুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। এতে প্যানেল আলোচক ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আমিনুল হক বাবু, র্যাংকন প্রোপার্টিসের সিইও তানভীর শাহরিয়ার রিমন, মমতার পরিচালক তৌহিদ আহমেদ। সূচনা বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার। প্রেস বিজ্ঞপ্তি।