ফিলিস্তিনে গণহত্যা রোধে বিশ্বনেতাদের প্রতি সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আহ্বান

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩৫ পূর্বাহ্ণ

 

ফিলিস্তিনে অবোধ শিশুনারীনিরস্ত্র সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্বনেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। একইসাথে অস্ত্র প্রতিযোগিতায় আল্লাহ্‌ প্রদত্ত সম্পদের অনর্থক অপচয় বন্ধ করে ক্ষুধামুক্ত মানব সমাজ পুনর্গঠনে আত্মনিয়োগ করার জন্য পরাশক্তিগুলোর প্রতি আবেদন জানান তিনি। এছাড়াও সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাংলাদেশে আন্তঃধর্মীয় চেতনার বিকাশ ও সহাবস্থানের ঐতিহ্যকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন দুর্গাপূজায় উপাসনাকারীদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্ছিদ্র করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে চন্দনাইশে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময়
পরবর্তী নিবন্ধটেকসই ও সবুজ বাংলাদেশ নিশ্চিতে জিপিএইচে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু