রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ এ সমাজে ১. পাল্টাপাল্টি তর্ক চলে পাল্টাপাল্টি বক্তিতা– এসব কারো মিষ্টি লাগে কারো লাগে টক–তিতা। ২. নিয়মের ঘড়ি নিয়মেই চলে কখনো চলে না উল্টা ভুল হলে তাই কেউ কাঁটা পায় শুদ্ধরা পায় ফুলটা। ৩. কাজ করে লোকে কম বেশি ভুল ধরে যার যেটা কাজ নয় সে’ই সেটা করে।