কিশোরী (১৬) মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের অভিযোগে সৎ পিতার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।
রোববার (২২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফৌদোস আরা অভিযুক্ত সৎ পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ মজিদ (৫৪) কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানাধীন গুলপাশা গ্রামের আরচ মিয়ার বাড়ির মৃত আরজু মিয়া প্রকাশ আরচ মিয়ার ছেলে। নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার আরিফুল ইসলাম দৈনিক আজদীকে বলেন, এই মামলায় ৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রামাণিত হওয়ায় অভিযুক্ত সৎ পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় আদালতে আসামি হাজির ছিলেন। আসামিকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। আামরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। কোন অপরাধীর ছাড় নেই। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আদালত সূত্র জানায়, ঘটনাটি ২০১৮ সালের মাঝামাঝি সময়ের। চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মোগলটুলীর কাটা বাটগাছ এলাকায় মা ও সৎ বাবার সাথে থাকতেন ভুক্তভোগী। তার মা বাসা বাড়িতে ঝিইয়ের কাজ করতেন, বাসায় তেমন থাকতেন না। সকালে বের হলে বিকালে বাসায় ফিরত তার মা। মেয়েটি বাসায় প্রায় সময় একা থাকতেন তার সৎ বাবার সাথে।
বাসায় মা না থাকার সুযোগে ভুক্তভোগী ঐ কিশোরীকে প্রায় সময় ধর্ষণ করতেন সৎ বাবা। এই ঘটনা কাউকে না বলতে মেয়েটিকে হুমকিও দিত সৎ বাবা। সৎ বাবার ভয়ে নিরবে এসব সহ্য করেন ঐ কিশোরী।
ধীরে ধীরে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান মা। ডাক্তার মাকে বলেন মেয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছেন। তখনই ঐ সৎ বাবার বিরুদ্ধে সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিম।