চট্টগ্রাম ফটিকছড়ির দাঁতমারায় পূজামণ্ডপে ঘুরতে যাওয়ার সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অরুণ দে (২২) নামক এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় তার সাথে থাকা অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (২২ অক্টোবর) বেলা ৪টার দিকে উপজেলার ফটিকছড়ি-হেয়াকো সড়কের দাঁতমারা বাজারের উত্তর পাশে শাপলা চত্বরের আগে ব্রিজ সংলগ্ন মোড়ে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত অরুণ দে দাঁতমারা ইউপির ৩নং ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের লিটন মিস্ত্রীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক নিশ্চিন্তা পূজামণ্ডপ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিকেল ৪টায় দাঁতমারা বাজারের উত্তর পাশে শাপলা চত্বরের আগে ব্রিজ সংলগ্ন মোড়ে আসলে দ্রুতগামী এক পিকআপের সাথে বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অরুণ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার সাথে থাকা আহত বাই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন আজাদীকে বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে মোটরবাইককে পিষ্ট করা পিকআপটি পালিয়ে যাওয়ায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি। এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।