প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ও দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে কাজ চলছে

৪ ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময়কালে মেয়র

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চারটি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা এবং ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব পালনে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য একাধিক সভা করে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমি নিজেও পূজামণ্ডপ পরিদর্শন করেছি। এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন যাতে সফল ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য দিনরাত কাজ করছি। নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য জনগণের সহায়তা চাই। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

সভায় কাউন্সিলর আবদুল বারেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, আবদুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় বর্তমান সরকারের উন্নয়ন আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে