ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. পারভেজ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব৭। চার বছর আগে ফটিকছড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল ভোরে হাটহাজারী থানার ফরহাদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মো. পারভেজ (২০), হাটহাজারী থানার পশ্চিম উদালিয়া এলাকার মুহাম্মদ দিদার আলমের ছেলে। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিল মো. পারভেজ। খবর বাংলানিউজের

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক