বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (১৭) এর উদ্বোধন করা হয়েছে। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। ওয়ার্ড কাউন্সিলর ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ (কাজল), সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, .কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, রাশেদুর রহমান মিলন, এস এম ইকবাল মোর্শেদ, মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সম্পাদক মোশাররফ হোসেন লিটন, শিকলবাহা স্পোর্টস একাডেমির সম্পাদক মো. ফরিদ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পলোগ্রাউন্ড মাঠে নিয়মিত খেলাধুলার চর্চার স্বার্থে সকল প্রকারের মেলা সহ যাবতীয় অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নেয়া হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য খেলাধূলার ভূমিকা অপরিহার্য। এ লক্ষ্যে এই মাঠে আর মেলার আয়োজন না করে নিয়মিত টুর্নামেন্ট চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৮ অক্টোবর হতে শুরু হওয়া এ টুর্নামেন্টের বালক বিভাগে মোট দল ২১ টি (মহানগর৬টি, উপজেলা১৫টি) এবং বালিকা বিভাগে মোট ২১ টি (মহানগর৬টি, উপজেলা১৫টি) দল অংশগ্রহণ করছে। গতকাল দিনের ১ম খেলায় চান্দগাঁও বালিকা দল টাইব্রেকারে ২১ গোলে পাঁচলাইশ বালিকা দলকে পরাজিত করে মহানগর পর্যায়ে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে এ খেলাটি ০০ গোলে ড্র ছিল। আগামীকাল ২৩ অক্টোবর ফাইনাল খেলায় চান্দগাঁও বালিকা দল ও পাহাড়তলী বালিকা দল পরস্পরের মোকাবিলা করবে। দিনের ২য় খেলায় ডবলমুরিং বালক দল ৩০ গোলে পাঁচলাইশ বালক দলকে পরাজিত করে মহানগর পর্যায়ে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল ২৩ অক্টোবর বালক বিভাগের ফাইনাল খেলায় বন্দর বালক দল ও ডবলমুরিং বালক দল পরস্পরের মোকাবিলা করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেস্‌ একাডেমির ইয়ুথ দাবা টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের বড় হারে বাংলাদেশের উন্নতি