তুমি যত বেশি বই পড়বে
ততই তোমার মধ্যে থেকে
গোলাপের অগুনিত কুঁড়ি
বিকশিত হবে।
সেই কুঁড়ি এক সময়
গোলাপে পূর্ণতা লাভ করে
তোমা হতে শুধু সৌরভ ছড়াবে!
তোমার আশেপাশে!
তখন কেউ কেউ তোমাকে
শ্রদ্ধা ভরে ভালোবাসবেন!
আবার কেউ হয়তো তোমার প্রতি
ঈর্ষা কাতর হয়ে পড়বেন !
তুমি যত বেশি বই পড়বে
তত বেশি বিশ্বকে জানতে পারবে।
পৃথিবীর নানা প্রান্তের লেখকদের
মণনশীলতার সাথে পরিচয় ঘটবে!
তেমনি নিজেকে ও তুমি
খাঁটি মানুষ করে গড়ে
তুলতে পারবে!
তোমার কাছের মানুষগুলো
যদি ও কখনো স্বার্থান্বেষী হয়ে
যায় হারিয়ে চিরতরে!
তখন ও তোমাকে
বই পড়ার আহরিত জ্ঞান
অন্ধকারে পথ দেখাবে
জ্ঞানের আলোর মশাল হাতে!
বই কে যদি তুমি নিতে পারো
তোমার একাকিত্ব আর নির্জনতার
নির্লিপ্ত সঙ্গী করে!
তাহলে তোমার দরকার
হবে না আর
কাউকে বন্ধু হিসেবে পেতে।
জনমানবহীন নির্জন দুপুরে
বা নিশীথ জাগা রাতে
তোমার একলা প্রহরে
সেই বন্ধুটিই রাখবে তোমাকে
পরম যত্নে জড়িয়ে!
কখনোই দেবে না সে
হৃদয়ের রক্তক্ষরণে
দগ্ধ হতে তোমাকে!
বই হলো বিশাল সমুদ্র!
যতই করো তুমি
সেখানে থেকে
মুক্তা আহরণ!
কখনোই কমবে না
সেই মুক্তার জাগরণ!