দ্রুতই এগুচ্ছে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

প্রায় তিন দশক আগে মীরসরাই উপজেলা সদরে স্থাপিত নামমাত্র স্টেডিয়ামটি শুধুমাত্র খেলার মাঠ সর্বস্বই ছিল দীর্ঘকাল। নামেই শুধুমাত্র স্টেডিয়াম বলা হতো। উপজেলার সরকারিবেসরকারি সকল টুর্নামেন্ট বা খেলা এখানে সাদামাটা বড় মাঠের চারপাশে দাঁড়িয়েই সবাইকে উপভোগ করতে হতো। বিশেষ আয়োজন থাকলে বড় জোর ডেকোরেশন থেকে ভাড়া করে আনা অস্থায়ী প্যান্ডেলই ছিল ভরসা। অনেক সময় এমনও দেখা গেছে স্টেডিয়ামের পাশের দেয়ালে দাঁড়িয়ে বা গাছে উঠে খেলা দেখছেন দর্শকরা। অবশেষে তাদের সে কষ্টের সমাপ্তি হতে চলেছে একটি স্টেডিয়াম প্রাপ্তির মাধ্যমে।

দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ছিল এখানে বাস্তব স্টেডিয়াম ও গ্যালারি নির্মাণ করা হবে। অবশেষে গত প্রায় দুমাস ধরে বাস্তবে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠের এক পার্শ্বে পাইলিং শেষে গ্যালারির পিলারগুলো দৃশ্যমান। কখনো কাজ চলছে দিনে রাতে সমানে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত জুন মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ১৮৬টি উপজেলায় সাড়ে ১৬শ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়। যার একটি বাস্তবায়িত হচ্ছে মীরসরাই উপজেলায়। টেন্ডার প্রক্রিয়া শেষে ৫ কোটি টাকা ব্যয়ে উক্ত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ওয়ার্ক অর্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আক্তার এন্টারপ্রাইজ।

ঠিকাদার আক্তার হোসেন বলেন, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। অতিরিক্ত লোক দিয়ে দিনেরাতে প্রধানমন্ত্রীর এই বিশেষ উন্নয়ন কাজটি আমরা আন্তরিকভাবে করছি। তিনি জানান, নির্মাণাধীন এই স্টেডিয়ামে ন্যূনতম ১৫০০ মানুষ বসে খেলা উপভোগ করতে পারবে। মধ্যখানে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গ্যালারি ও উপরে ৩য় তলায় সান প্রটেকশান গ্যালারি। আবার দুপাশে উন্মুক্ত দুটি গ্যালারি থাকবে যা সকলের জন্য খোলা থাকবে। নির্মাণ কাজ শেষে উদ্বোধনের আগেই সাজিয়ে দেয়া হবে পুরো স্টেডিয়াম। আশা করা যাচ্ছে আগামী কয়েকমাসের মধ্যেই গ্যালারি ও পুরো স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যাবে।

এই বিষয়ে মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, দীর্ঘ কয়েক যুগের স্বপ্ন ছিল এখানে খেলাধুলার পরিবেশ উপযোগী একটি স্টেডিয়াম নির্মাণ হবে। আর তা বাস্তবে রূপ নিচ্ছে সেজন্য আমি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। চলমান কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে আমাদের উপজেলার প্রকৌশলীগণ নির্মাণাধীন স্টেডিয়ামের কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন। আশা করা যাচ্ছে যথাসময়েই নির্মাণ কাজ সম্পন্ন হবে।

মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, এই এলাকার মানুষ খুবই ক্রীড়ামোদী। আবার কিশোরতরুণদের জন্য এই খেলার মাঠটি খুবই অত্যাবশ্যকীয় ছিল। আমার দায়িত্বপালনকালেই এমন মহৎ কাজ হচ্ছে, প্রত্যাশা রাখি ভালো মানের কাজ হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনীল অর্থনীতি থেকে যুক্ত হতে পারে অতিরিক্ত ৬ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীরকে আওয়ামী লীগের আবার ক্ষমা