মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে পাহাড়তলী ও বন্দর দল

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (১৭) ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর পর্যায়ে প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে পাহাড়তলী বলিকা ও বন্দর বালক দল। দিনের প্রথম খেলায় পাহাড়তলী বালিকা দল ৭০ গোলে কোতোয়ালী বালিকা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। পাহাড়তলীর পক্ষে জান্নাতুল ফেরদৌস ৩টি গোল করে হ্যট্রিক পূর্ণ করেন। দিনের ২য় খেলায় বন্দর বালক দল ১()- () গোলে কোতোয়ালী বালক দলকে পরাজিত করে ফাইনালে উঠে। নির্ধারিত সময়ের খেলায় ১১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ৪৩ গোলে জয়লাভ করে বন্দর বালক দল। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন আজ ২১ অক্টোবর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি. এম ফজলে করিম চৌধুরী এম.পি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন, বাংলাদেশ রেলওয়ে পূর্বঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের উইকেটের পরিবর্তন চান শোয়েব মালিক
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত সেপাক টাকরো প্রতিযোগিতার সমাপনী