সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযানে বড় কুমিরা জুম্মাপাড়া থেকে ৫শ লিটার চোলাই মদসহ ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম সীতাকুণ্ড থানাধীন বড় কুমিরা মাজার রোডে গোল্ডেন ইস্পাত মেইলের উত্তর পাশে জুম্মাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫শ ৫০ লিটার চোলাই মদসহ ১১ জনকে গ্রেফতার করেছে।
এসব মদের বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা।
আটককৃতরা হল- নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশর ত্রিপুরা (৩৫) ও রবি ত্রিপুরা (৫৩)।
সীতাকুণ্ড থানার ওসি আটকের বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।