ডা.শাহাদাতের সাথে মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির সাক্ষাৎ

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির নবনির্বাচিত আহবায়ক অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডা. শাহাদাত বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটার অধিকার নেই, এক কথায় গণতন্ত্রহীনভাবেই চলছে এই দেশ। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই মামলা হয়। আমরা আশা করব অতীতের ন্যায় আগামীতেও আপনারা বিএনপির মামলাগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মুর্শিদ আলম, অ্যাডভোকেট নেজামউদ্দিন, অ্যাডভোকেট মাহমুদউল আলম চৌধুরী, অ্যাডভোকেট এরফানুর রহমান, অ্যাডভোকেট এম দেলোয়ার হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. লোকমান, অ্যাডভোকেট আবু ওবায়েদ সাইদ, অ্যাডভোকেট মো. মিজবাহসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ
পরবর্তী নিবন্ধ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে