প্রাণহরি আমীন একাডেমীতে শেখ রাসেল রোবটিক্স কর্ণার উদ্বোধন

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

পিএইচ আমীন একাডেমীতে শেখ রাসেল রোবটিঙ কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। পরে একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি ও পি.এইচ আমীন একাডেমী প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক মো. এরশাদুল আমীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শেখ রাসেল রোবটিঙ কর্ণারের উদ্বোধন করেন। এ সময় প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ, নুরুজ্জামান সান্টু, মো. কামাল উদ্দিন ও মো. মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চট্টগ্রামে প্রথম স্থান অধিকার করে পিএইচ আমীন একাডেমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) আদর্শ অনুসরণে রয়েছে ইহকালীন ও পরকালীন মুক্তি