আয়কর বিভাগ ফুটবল টুর্নামেন্টে কর অঞ্চল-৩ জিতেছে

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আন্তঃকর অঞ্চল ফুটবল টুর্নামেন্টে কর অঞ্চল৩ গতকাল বুধবার ৬১ গোলের বিশাল ব্যবধানে কর আপীল অঞ্চল চট্টগ্রামের বিরুদ্ধে জয়লাভ করে।

আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে বিকেলে অনুষ্ঠিত এ খেলায় বিজয়ী দলের তাজুল ইসলাম হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন। এছাড়া কামরুল হাসান ও আজিম ১টি করে গোল করেন। কর আপীল অঞ্চলের একমাত্র গোলটি করেন রিংকু। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধপয়েন্ট ভাগ করে নিল ব্রাদার্স-শতদল
পরবর্তী নিবন্ধশেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রামের শুভসূচনা