চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়ন এবং শতদলের খেলা গোলশূন্য ড্র হয়েছে। ফলে দু’দল এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এর ফলে ৭ খেলা শেষে ব্রাদার্সের পয়েন্ট হয়েছে ১০। অন্যদিকে শতদল সমান খেলায় ৬ পয়েন্ট পেয়েছে। এই ড্রর ফলে গতবারের রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিগের শিরোপা দৌড় থেকে বেশ পিছিয়ে পড়লো। ব্রাদার্স নিজেদের প্রথম দুটি খেলায় জয়লাভের পর তৃতীয় খেলায় মোহামেডান ব্লুজের কাছে হার মেনেছিল। এরপর তারা আর জয়ে ফিরতে পারেনি। শেষ চারটি খেলা তারা একের পর এক ড্র করে। শতদল ৭ খেলায় এ পর্যন্ত কোন জয় তুলে নিতে পারেনি। নিজেদের ৪র্থ খেলায় তারা পরাজিত হয়েছিল। এর আগে পরে তিনটি করে খেলায় তারা পয়েন্ট ভাগ করে নিয়েছে। অর্থাৎ ৬টি খেলায় তারা ড্র করেছে।
গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় দুই দল আক্রমন প্রতি আক্রমন করে খেলেছে। তবে গোল দেওয়ার যে কয়েকটি সুযোগ তারা তৈরি করেছিল তাও কাজে লাগাতে পারেনি। ফলে ব্রাদার্স–শতদল কেউই কাঙ্খিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধের ৩৩ মিনিটের সময় একটি সুবর্ণ সুযোগ এসেছিল ব্রাদার্স ইউনিয়নের কাছে। বাম প্রান্ত দিয়ে আতিকের বাড়ানো বল ধরেন অধিনায়ক রম্মান। তিনি বলটি সামনে থাকা গোলকিপারের মাথার উপর দিয়ে জালে দিতে চেয়েছিলেন। বলে তেমন গতি ছিল না বলে শতদল গোলকিপার হিরু হাত পেছনে নিয়ে সে বল ধরে নিতে সক্ষম হন। এতে করে সুযোগ নষ্ট হয় ব্রাদার্স ইউনিয়নের। এ অর্ধের শেষের দিকে শতদলের আরমানও বারের উপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে তেমন উল্লেখযোগ্য আক্রমন হয়নি। যে কয়টি হয়েছে তা মিস করেন খেলোয়াড়রা। ৮৭ মিনিটে শতদলের শান্ত বঙে ঢুকে পড়লেও বল মাইনাস না করে নিজেই মারতে গিয়ে বল কিপারের হাতে তুলে দেন। পর মিনিটে ব্রাদার্স আক্রমনে উঠে। শতদল কিপার এগিয়ে এসেছিলেন। ব্রাদার্সের বদলি খেলোয়াড় রাহুল বল নিয়ন্ত্রনে রাখতে ব্যর্থ হলে শতদল কিপারকে আর পরীক্ষা দিতে হয়নি। গতকালের খেলায় ম্যাচ সেরা হন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মো. রুম্মান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সুমন দে। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং কাস্টমস স্পোর্টস ক্লাব। বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।