নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ডেল্টা প্ল্যানের আওতায় থাকা রাউজান পৌরসভার প্রকল্প স্থান পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস সরকারের একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার দুপুরে প্রফেসর ক্রিস জেভেনবার্গেন এর নেতৃত্বে প্রতিনিধি দলটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঢালামুখ এলাকা পরিদর্শন করেন। এই এলাকায় গড়ে তোলা হচ্ছে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশু পার্ক, ওয়াটার রাইড চলাচলের হ্রাদ, ইকোপাকসহ পূর্ণাঙ্গ ট্যুরিজম স্পট।
গতকাল পরিদর্শক দলটি প্রকল্প এলাকা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে পৌরসভার মেয়রকে বলেন,তারা পৌরসভার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করে যাবেন। এসময় পরিদর্শক দলের নেতা প্রফেসর ক্রিস জেভেনবার্গেন এর সাথে ছিলেন নেদারল্যান্ডের দূতাবাসের কর্মকর্তা নিল্টজে কিলেন, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এম এ সামি ডাব্লু চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, নেদারল্যান্ডের দূতাবাসের আরবান ডেমোস্ট্রেটর প্রকল্প ককর্মকর্তা ডাঃ কিয়াও জিন হটুন, হাবিব রহমতুল্লাহ, মো খিলান, সাকিব রনি, প্রকৌশলী অনিন্দ বণিক, প্রকৌশলী সোহেল আলী, তাহসিনা দূতি, স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দীন চৌধুরী প্রমুখ।












