নগরের বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে মনসুরাবাদ হযরত মুনসুর আলী শাহ মাজার সংলগ্ন সিটি কর্পোরেশনের জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এছাড়া সাগরিকা স্টেডিয়াম মোড়, কাস্টম একাডেমি ও সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত ফুটপাতের উপর শতাধিক অবৈধ স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনহীন স্ল্যাব ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে ব্যবসায়ীদের আগামী তিন দিনের মধ্যে সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে স্ল্যাব স্থাপনের নির্দেশনা দেয়া হয় বলেও জানান তিনি।












