শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত হয়েছে। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল নানা আয়োজনে জাতীয়ভাবে ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে তৃতীয়বারের মত ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়।
চসিক : মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্বের ধারাকে নির্মূল করার জন্য শেখ রাসেলকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ রাসেলের মতো নিস্পাপ শিশুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্বের ধারাকে নির্মূল করা। বঙ্গবন্ধুর পর দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালনের মতো যাতে কেউ বেঁচে না থাকে তার জন্যই শেখ রাসেলকে হত্যা করা হয়। তবে, হত্যাকারীদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, ফিনিক্স পাখির মতো বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ও সমাজকল্যাণ স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মাসুম, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুল মান্নান, মো. ইসমাইল আবুল হাসনাত মো. বেলাল প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গতকাল সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, শেখ রাসেলকে যারা খুন করেছে তারা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে। এই সভ্য দেশগুলোর অসভ্য হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ত রঞ্জিত। এখানে অনেক রাসেল প্রতিদিন নিহত হচ্ছে। এই হত্যাকারীদের আশির্বাদ নিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তারা আবারো অসংখ্য রাসেলকে খুন করবে। এদের প্রতিরোধে আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে আছে। সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সেই দিনের শিশু শেখ রাসেল সত্যিকার অর্থেই একজন প্রতিভাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হতে পারতেন। এই ঘাতকদের দল বিএনপি–জামায়েত আবার মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী আবু তাহের, শহিদুল আলম, সাইফুদ্দিন খালেদ বাহার, সুলতান নাছির উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।
বাগমনিরাম ওয়ার্ড : বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় জহুর আহমেদ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন এড. সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহজাহান রতন, আবদুল জলিল, শিশির দে, আহিল সিরাজ, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এড. জহির উদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, মোস্তাক আহমদ আঙ্গুর, আ ম ম টিপু সুলতান চৌধুরী, গোলাম ফারুক ডলার নুরুল আমিন চৌধুরী প্রমুখ।
এমএ লতিফ এমপি : চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম.এ. লতিফের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর মতিয়ার পুল এয়ার আলী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের মাহবুবুল হক মিয়া, হাজী মোহাম্মদ মহসিন প্রমুখ।
বিভাগীয় ও জেলা প্রশাসন : শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস–২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, সিএমপির অতিরিক্ত কমিশনার এম.এ মাসুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু প্রমুখ। এরপর একটি র্যালি বের করা হয়। সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়।
বিজয় দিবস উদ্যাপন পরিষদ : বিজয় দিবস উদ্যাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সন্ধ্যা ৬টায় প্রফেসর ড. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শাহ আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। বক্তব্য রাখেন অধ্যাপক মো. মাঈন উদ্দিন, আবুল কাশেম চিশতি, কাজী আবু তৈয়ব, মোহাম্মদ ইদ্রিস, একেএম আব্দুল মতিন চৌধুরী, এম.এন ইসলাম, এস.এম সেলিম, এডভোকেট মাহফুজুর রহমান খান, রাশেদ হাসান, চৌধুরী মাহবুবুর রহমান প্রমুখ।
এম মনজুর আলম : সাবেক সিটি মেয়র এম. মনজুর আলম শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের জন্মদিন পালন করলেন। গতকাল সকালে শেখ রাসেল স্মৃতি পরিষদের আয়োজনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা, খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল, জন্মদিনের কেক কাটা ও শিশুদের আপ্যায়ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে এম. মনজুর আলম প্রধান অতিথি ছিলেন। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শিশু সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আবু সগীর।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকালে আনোয়ারা উপজেলা হল রুমে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ, মুক্তিযুদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান প্রমুখ।
মহানগর যুবলীগ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটা কর্মসূচি পালিত হয়। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দিন, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম–সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিত, সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া প্রমুখ।
জেলা শিশু একাডেমি : বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস–২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে আয়েজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর আল–নাসীফ। বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার মো. দুলাল মিয়া। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসিটিসি : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, পাবলিক হেলথ বিভাগের কোঅর্ডিনেটর মোহাম্মদ ইনজামুল হক, বিভিন্ন বিভাগের কোঅর্ডিনেটর এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে গতকাল শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আইআইইউসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভায় আরও বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস–চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল : চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে শেখ রাসেল দিবস–২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল সকালে হাসপাতালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শেখ রাসেল স্মৃতি সংসদ : শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন কেক কেটে পোর্ট কলোনিস্থ সংগঠন কার্যালয়ে উদযাপিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা, আবদুল ওহাব, আমিনুল করিম বাবু, মোহাম্মদ রাশেদ, মহিউদ্দিন বাদশাহ, মামুনুর রহমান রঞ্জু, রাজিবুল হাসান সুমন, বখতিয়ার হোসেন সুমন, উত্তম দত্ত প্রমুখ।
বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন : বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল সকালে খতমে কোরআনের আয়োজন করা হয়। দুপুরে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। বিকালে আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন সদনের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ আবদুল কাদের, শিক্ষক মুহাম্মদ আজিজ উল্যাহ প্রমুখ।
বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা : বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বুধবার মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মওলানা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এম নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফোরকান বাবু।