জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিল বলেছেন, অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর মামলা দরদ দিয়ে পরিচালনা করতে হবে। গতকাল বুধবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল কমিটির প্যানেল আইনজীবীদের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। লিগ্যাল ইন্টার্ন হুমায়রা আফরিনের সঞ্চালনায় সভায় কার্যকর আইনি সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের ভূমিকা বিষয়ক সেশন পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি, পারিবারিক মামলায় আইনি সহায়তা বিষয়ক সেশন পরিচালনা করেন পারিবারিক আদালতের বিচারক ফারজানা তাবাসসুম মেরী, প্যানেল আইনজীবীদের নৈতিক মানদণ্ড প্রণয়নের লক্ষ্যে প্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড বিষয়ে সেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ। অনলাইনে স্মার্ট আইনি সহায়তার আবেদন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করেন লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলাম এবং একনজরে সরকারী আইনি সহায়তা কার্যক্রমে চট্টগ্রামের সফলতা পাওয়া পয়েন্টের মাধ্যমে প্রদর্শন করেন লিগ্যাল ইন্টার্ন মো. মনিরুল ইসলাম খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম, জেলা কোর্ট ইন্সপেক্টর মো. জাকের হোসাইন ও চট্টগ্রাম কেন্ত্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আখেরুল ইসলাম।