চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আফজাল (৫৭) নামের আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গত ১৫ অক্টোবর জ্বর নিয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। এর একদিন পর গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি অক্টোবর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৮ রোগী মারা যান। এছাড়া গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এদের মধ্যে ৬৩ জন সরকারি হাসপাতালে এবং ৩১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৬৩ জন।