সাতকানিয়ায় সাঙ্গু নদীর চরে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম মো. আসিফ বাবু (৯)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাঙ্গু নদীর সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরী দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুর সন্ধান পায়নি। শিশু মো. আসিফ বাবু দোহাজারী–কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের কর্মচারী (ফিডার– বি) সাহেব আলীর পুত্র ও সাঙ্গু কিন্ডার গার্টেন এর দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, শিশু মো. আসিফ বাবু গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধুসহ সাঙ্গু নদীর জেগে উঠা চরে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তাদের ফুটবলটি পানিতে পড়ে গেলে শিশু আসিফ বাবু বলটি নিতে যায়। তখন আসিফ বাবু পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা ঘরে এসে শিশু আসিফ বাবু পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরী দল প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজি করে। এরপর অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের লোকজন উদ্ধার অভিযান শুরু করে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ডুবুরি দলও আনা হয়। ডুবুরি দল ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুটি উদ্ধার করা যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (আজ) সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে।