দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সাড়ে দশ মাসে রেকর্ড ১২০৬ জনের প্রাণ কেড়ে নিল মশাবাহিত এ রোগ।
এ বছর মৃতদের মধ্যে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৩২ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ১২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে মারা গেছে ১ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৪৯৫ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জনে পৌঁছাল। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৯৯ জন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভতি হয়েছেন। আর অক্টোবরের ১৭ দিনে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৮৭ জন।
জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবরের ১৭ দিনে মৃত্যু হয়েছে ২১৭ জনের।