রাসেল তোমার স্মৃতি
রূপ ও রসে আঁকছি বসে মিশিয়ে বুকের প্রীতি
খেলনাপাতি, বেবি সাইকেল, বাকুমগুলোর কথা
লিখতে গিয়ে উঠছি ঘেমে বাড়ছে আকুলতা।
টমির জন্য রাখতে খাবার তুলে
সেই টমিটা বকত বেশি মজার খাবার ভুলে
কানটা না হয় বেশিই দিতে মলে
তাই বলে কি এমন করে বকা দেওয়া চলে?
ওলারা বেশ পাজি,
একটুখানি করলে আদর, করত আসল কাজই
সোজাসাপটা হুল ফোটাত ঠিক ভুট্টোর মতো
বিষের জ্বালা বিষম জ্বালা বাড়ত অবিরত।
তোমার জন্মদিনে
কেমন করে কেক কাটিব কেকের মানুষ বিনে?
শুভ জন্মদিন
বলতে বাজে বুকের ভেতর দুঃখের যত বীণ।