ডাগর ডাগর চোখ দু‘টো তার
মায়াবী মুখখানা
রাসেল ছিল ফুল উপমা
প্রজাপতির ডানা !
সেই রাসেলকে মারল যারা
পঁচাত্তরের রাতে
তাদের জন্য ফেলছি থুতু
আজকে ঘৃণার সাথে !
নদীর ঢেউও থমকে দাঁড়ায়
ঘ্রাণ ছড়ায় না ফুলও
বর্বরতার ইতিহাসে
নেই কোনো এর তুলও !
রাসেল বেঁচে আছে আজও
শিশুর স্বপ্ন মাঝে
তার সাইকেলের ঘন্টাধব্বনি
হাওয়ায় হাওয়ায় বাজে !