শেখ হাসিনার স্মার্ট দেশ বাস্তবায়নে নারী শিক্ষার বিকল্প নেই : ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নারী শিক্ষার বিকল্প নেই। সরকার নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছেন। তিনি গতকাল মঙ্গলবার হাটহাজারী ফতেয়াবাদ মহাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার, অডিটোরিয়াম, শ্রেণি কক্ষের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুনীল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, ওসি মো. কামরুজ্জামান, ইউনুস গনি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন বিকাশ নন্দী, অঞ্জন চৌধুরী, মিলন কান্তি চৌধুরী, অমর নাথ চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, মো. এনামুল হক প্রমুখ। ব্যারিস্টার আনিস পূর্বাহ্নে নির্মিত দাতারাম চৌধুরী সড়ক উদ্বোধন, বড় দিঘির পাড় মদুনাঘাট সড়কের উন্নয়ন কাজের উদ্ধোধন, বড়মিরা পাড়া সড়ক, ফতেয়াবাদ বালিকা বিদ্যালয়ের ২ টি নতুন ভবন, ফতেয়াবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভবনের, পূর্ব ছড়ারকুল ফয়েজুল রহমান সড়ক ও দায়মুদ্দিন শাহ সড়ক এবং বশির উল্লাহ সড়ক উন্নয়নের এবং নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি আজ
পরবর্তী নিবন্ধ‘ছাগল দেয়াল নষ্ট করায়’ প্রতিবেশীর দা’র আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু