পঞ্চমবারের মতো চট্টগ্রামে আসছে উড়ন্ত হাসপাতাল

চক্ষু হাসপাতালের সাথে অরবিসের মতবিনিময়

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

অরবিসের অত্যাধুনিক উড়ন্ত হাসপাতাল পঞ্চমবারের মতো চট্টগ্রামে আসবে। এ লক্ষ্যে পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত সভায় অরবিস ইন্টারন্যাশনাল কর্মকর্তারা এ তথ্য জানান। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালে উড়ন্ত হাসপাতালটি এ জনপদের জটিল কিছু রোগীকে চিকিৎসাসেবা, চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন অরবিস কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত সভায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের বহুমূখী সেবা সম্পর্কে প্রেজেন্টেশন দেয়া হয়। এছাড়া অরবিসের কর্মকর্তারা উড়ন্ত হাসপাতালের আগমনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

সভায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, শুধু উড়ন্ত হাসপাতাল নয়, অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ২০০১ সালে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে শিশুদের চক্ষু চিকিৎসা বিভাগ চালুর পর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুদেরও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, মারিয়াম আলতুন প্যারেন্ট, জ্যাকুলিন নিউটন, আরনেস্টো মরেনো, মোহাম্মাদ আল আবেদ, অরবিস ইন্টারন্যাশনাল এসোসিয়েট ডিরেক্টর ডা. লুৎফুল হোসেন, এসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, পারভেজ হোসেন, সাহস মোস্তাফিজ, মাসুদ রানা প্রমুখ।

অরবিস ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ বলেন, ইতোপূর্বে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল আরও চারবার উড়ন্ত হাসপাতাল প্রোগ্রামের ব্যবস্থা করেছে। এ প্রোগ্রামের মাধ্যমে মূলত চক্ষুবিষয়ক সর্বশেষ চিকিৎসা ব্যবস্থাসহ প্রচলিত ব্যবস্থার উন্নত সংস্করণের সাথে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার মনোয়ার হোসেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত
পরবর্তী নিবন্ধসৈনিকের হ্যাট্রিকে উদয়ন হারালো কোয়ালিটিকে