পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন নিয়ে শ্যামানন্দ দাস (শ্যামল সাধু) মহারাজের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের আয়োজন আন্তরিকতার সাথে সম্পাদন করা হবে। এবারের শারদীয় দুর্গোৎসবে ১১ জন কুমারীর অংশগ্রহণে কুমারী পূজা করার সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মীয় অনুশাসন বিপথগামীদের সুপথে নিয়ে আসে এবং সংযমী ও মানবের কল্যাণে ব্রতী করে তোলে। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন– বৈষ্ণব বলরাম দাস, রুবেল দাস, দেব্রবত নাথ (জুয়েল), রঘু দাস, নিমাই দাস, সীতানাথ দাস, ডা. রতন ভৌমিক প্রমূখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।