চট্টগ্রাম জেলার রেমিট্যান্স যোদ্ধাদের মেধাবী ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা দিচ্ছে সরকার। এবার এ ভাতা পাচ্ছে ৩৭৬ জন। ভাতার পরিমাণ ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠান করে তাদের হাতে ভাতার চেক তুলে দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করে। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানকে ভাতা প্রদান শুরু করে।
এ কার্যক্রমে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি কিংবা সমমান পরীক্ষায় পাস করে তাদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসএসসিতে বিজ্ঞানে জিপিএ–৫ এবং বাণিজ্য ও মানবিকে জিপিএ–৪ দশমিক ৭৫ পেয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করে তারাই এ বৃত্তির আওতায় আসে। এছাড়া এইচএসসি বা সমমানে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৮০ এবং বাণিজ্য ও মানবিকে জিপিএ ৪ দশমিক ৫০ পেতে হয়। প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে জিপিএর ৪ পেলে বৃত্তির আওতায় আসে।
মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম ভূঞা আজাদীকে জানান, আগামীকাল (আজ) শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার চেক প্রদান করা হবে। এর মধ্যে এইচএসসি ক্যাটাগরিতে ২০২১ সালের প্রতিজনকে ৩৪ হাজার টাকা করে ১০০ জন শিক্ষার্থীকে মোট ৩৪ লাখ টাকা, এসএসসি ক্যাটাগরিতে ২০২২ সালের প্রতিজন ২৭ হাজার ৫০০ টাকা করে ২৪৩ জন শিক্ষার্থীকে মোট ৬৬ লাখ ৮২ হাজার ৫০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ক্যাটাগরিতে ২০২১ ও ২০২২ সালের প্রতিজনকে ১২ হাজার টাকা করে ৪০ জন প্রতিবন্ধীকে ৪ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় এবং ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের তত্ত্বাবধানে সার্কিট হাউজে আজ সকাল ১০টায় চেক প্রদান করা হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালন করবেন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ আজিজুল ইসলাম ভূঞা।