ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্টে সেমিনার

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১১:০৪ পূর্বাহ্ণ

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট অব বাংলাদেশের চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক ১৪ অক্টোবর ‘Sustainability Reporting: An Enabler of Company Value Creation’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট, প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি, বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এবং রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআরআই এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার।

মূল প্রবন্দে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যসহ নানাবিধ কারণে টেকসই রিপোর্টিং ইদানিং সারা বিশ্বে ক্রমশ গুরুত্ব পাচ্ছে। টেকসই রিপোর্টিং মূলত পরিবেশগত গুণমান, সামাজিক ন্যায্যতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য পরিবেশগত, সামাজিক এবং সুশাসন সম্পর্কিত সমস্ত তথ্যাদি নিবিড় বিশ্লেষন, সনাক্ত, পরিমাপ, প্রকাশ এবং উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা, অব্যবসা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে কিভাবে শেয়ার হোল্ডার তথা মালিক, অংশীজন এবং সমাজের জন্য মূল্য সংযোজনের মাধ্যমে যে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছে তারই প্রতিফলন আমরা রিপোটিংয়ের মাধ্যমে জানতে পারি। টেকসই রিপোর্টিং টেকসই ব্যবসার উপর নির্ভর করে। সেমিনারে উপস্থিত ছিলেন আইসিএমএবি, বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাফাহ ক্রসিং কি গাজার ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর একমাত্র পথ
পরবর্তী নিবন্ধসিভাসুতে বিশ্ব খাদ্য দিবস পালিত