মুক্তিযোদ্ধা-মোহামেডান ব্লুজ খেলা ড্র

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের ৬ষ্ঠ রাউন্ডে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ দলের খেলা ড্র হয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় উভয় দল ১১ গোলে ড্র করে। খেলার প্রথমার্ধে মোহামেডান ব্লুজ এক গোলে এগিয়েছিল। এ দু’দলের ড্রতে লাভবান হলো কিষোয়ান স্পোর্টিং ক্লাব। যারা ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। ঐ দু’দলের কেউ জিতলে তারা কিষোয়ানের একটু কাছাকাছি আসার সুযোগ পেতো। ৬ খেলা শেষে মুক্তিযোদ্ধার পয়েন্ট এখন ৯। অন্যদিকে মোহামেডান ব্লুজ সমান খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। মুক্তিযোদ্ধা এবং মোহামেডান ব্লুজের খেলা শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে ভরা ছিল। খেলার ১৭ মিনিটে সুযোগ পায় মোহামেডান ব্লুজ। দুজনকে কাটিয়ে এগিয়ে যাওয়া আমিরুজ্জামান সাইমন গোলমুখে শট নিলে তা প্রতিহত হয়। ফিরতি বলে আবারো সুযোগ পান মেহেদি হাসান। কিন্তু তিনি ছোট বক্স থেকে বল বাইরে মেরে দেন। নিশ্চিত সুযোগ হারায় ব্লুজ দল। ১০ মিনিটে বাদে এবার সুবর্ণ সুযোগ পায় মুক্তিযোদ্ধা। ফয়সাল আহম্মদ শীতল এবং শাহজাহান আহমেদের দু’দুটি আক্রমণ প্রতিহত করেন মোহামেডান ব্লুজের গোলরক্ষক মিনহাজউদ্দিন। বল ঠেকাতে পারলেও আঘাতপ্রাপ্ত হন কিপার মিনহাজ। পরে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি মিনহাজের। তার পরিবর্তে বদলি গোলরক্ষক মো. রাসেলকে মাঠে নামতে হয়। এ অর্ধের শেষ দিকে এগিয়ে যেতে সক্ষম হয় মোহামেডান ব্লুজ।

আমিরুজ্জামান সাইমনের বাড়ানো বল ধরে মেহেদী হাসান বাপ্পী আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন ()। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে মোহামেডান ব্লুজ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুক্তিযোদ্ধা খেলায় ফিরে আসার চেষ্টা করতে থাকে। ৬৫ মিনিটে শীতলের বাম পায়ের শট মোহামেডান কিপারের হাতে চলে যায়। উপর্যপুরি আক্রমণে থাকা মুক্তিযোদ্ধা খেলার ৮৪ মিনিটের সময় গোল শোধ করে দিতে সক্ষম হয়। রাইট উইং থেকে সাব্বির হোসেনের ক্রস থেকে ফাঁকায় থাকা বদলি শেখ আহম্মদ হেড করে বল জালে জড়ান। খেলায় আসে সমতা ()। এর খানিক পরেই আবারো গোলের সুযোগ পায় মুক্তিযোদ্ধা। ইমরান হোসেন পাপ্পুর কর্ণার থেকে শীতলের হেড ক্রসবারে লেগে চলে গেলে রক্ষা পায় মোহামেডান ব্লুজ। খেলার শেষের দিকে মুক্তিযোদ্ধা ভীষনভাবে চেপে ধরে ব্লুজকে। ব্লুজের খেলোয়াড়দেরও এসময় কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। মুক্তিযোদ্ধা গোল করে বসলেও অবাক হওয়ার কিছু ছিল না। শেষ পর্যন্ত তা হয়নি। ১১ গোলের ড্র নিয়েই মাঠ ত্যাগ করে মুক্তিযোদ্ধা এবং মোহামেডান ব্লুজ। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলোয়াড় শেখ আহাম্মদ। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব। বিকাল ৩টায় এ খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো
পরবর্তী নিবন্ধআজ অনুশীলনে নামছে বাংলাদেশ দল ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা তবে হতাশ নন সুজন