সাউদার্ন ভার্সিটির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সাইয়েন্স। গতকাল সোমবার ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনালে কম্পিউটার সাইয়েন্স বিভাগ ৬ উইকেটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে পরাজিত করে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের শাফায়াত।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। ভার্সিটির ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক প্রফেসর আশুতোষ নাথ ও সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির আহবায়ক ড. শরীফ আশরাফউজ্জামান। এ সময় স্পোর্টস কমিটির সহআহবায়ক আলী ইকরামুল হক রমি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার আবুল হাসান, কম্পিউটার সাইয়েন্স হেড জমির আহমেদ, ইংরেজি বিভাগ প্রধান আরমান হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১০টি টিম অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেটে জুনিয়র ও বেসিকের জয়
পরবর্তী নিবন্ধআয়কর বিভাগ আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টের ফলাফল